ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ড্রেজিং করায় মোংলা বন্দরে ভিড়ল সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৫, ৩ আগস্ট ২০২৩

দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার জেটিতে প্রথমবারেরমত সাড়ে আট মিটারের গভীরতা সম্পন্ন জাহাজ নোঙ্গর করেছে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট)  দুপুর সাড়ে ১২টায় ৯ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী ' এম ভি মারস্ক নুসান্তরা' জাহাজটি নোঙর করে।

জাহাজে ৪৭৯ টিউজ কন্টেইনার এসেছে। এরমধ্যে ৩৬৭টি টিউজ কন্টেইনারে রেডিমেইড পোশাক, পাট ও পাটজাত এবং হিমায়িত পণ্য বোঝাই হয়ে বিদেশে রপ্তানি হবে। এর আগে বন্দর জেটিতে যেসব জাহাজ এসেছে, তার বেশিরভাগই সাত এবং আট মিটার গভীরতা সম্পন্ন জাহাজ। জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে এই প্রথমবার সাড়ে আট মিটার গভীরতা সম্পন্ন জাহাজ ভিড়েছে বলে জানায় মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জান। 

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিনবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই এবন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্যসহ বিভিন্ন পন্য রপ্তানি শুরু হয়েছে।

 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি